ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট

ঢাকা: ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।  ভারতের জি-২০ সম্মেলন শেষে  তিনি  ঢাকায় আসবেন।

সূত্র জানায়, আগামী ১১ সেপ্টেম্বর ঢাকা সফরে আসবেন ফ্রান্সের প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তার এই সফর।  

বুধবার (৩০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনা অনুষ্ঠান শেষে ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য দেন।  

তিনি বলেন,  ফ্রান্সের প্রেসিডেন্টের সফর এখনও নিশ্চিত হয়নি। অনেকেই জি-২০ তে আসছেন। সেই সুযোগে তারা আমাদের দেশে আসার একটা উদ্যোগ নিয়েছেন। আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। তবে ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছিলেন।

ড. মোমেন আরও বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকায় এলে বাণিজ্য,  বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা  ইত্যাদি ইস্যুতে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৯০ সালের পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট  ঢাকা সফরে আসছেন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, আগস্ট ৩০,  ২০২৩
টিআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।