ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
ঝিনাইদহে ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামে ভাইয়ের লাঠির আঘাতে মমিন হোসেন (৪২) নামে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মমিন হোসেন ওই গ্রামের বারী জোয়ার্দ্দারের ছেলে।

স্থানীয়রা জানায়, সাত দিন আগে ওই গ্রামের কৃষক মমিন হোসেন পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে মারধর করেন। সেসময় তার ছোট ভাইয়ের স্ত্রী ঠেকাতে গেলে তাকেও মারধর করেন তিনি। পরে এ ঘটনা নিয়ে তার ছোট ভাই ইউপি সদস্য শামীম হোসেনের সঙ্গে বাগ-বিতণ্ডা হয়। একপর্যায়ে শামীম ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে মমিন গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মমিনের মৃত্যু হয়।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ এতথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।