ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে সিদ্দিক মিয়া (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সিদ্দিক কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যুৎ আইনের মামলায় (বিদ্যুতের ট্রান্সফরমার চুরি) গত ১২ আগস্ট থেকে জেলা কারাগারে ছিলেন সিদ্দিক মিয়া। ১২ সেপ্টেম্বর সকালে হাজতি সিদ্দিক অসুস্থ হয়ে পড়েন। এরপর জেলা কারাগার থেকে চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. শামীম ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থ হয়ে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজতি সিদ্দিকের মৃত্যু হয়েছে। মৃত্যুর সনদপত্রে চিকিৎসক লিখেছেন, হার্টের সমস্যার কারণে তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।