ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেকনাফে ৫ কেজি আইসসহ নৌকা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
টেকনাফে ৫ কেজি আইসসহ নৌকা জব্দ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাঁচ কেজি দুইশ গ্রাম আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক বহনকারী একটি কাঠের নৌকা জব্দ করা।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নাজিরপাড়ায় এ অভিযান চালানো হয়।  

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবির অধিনায়ক জানান, নাজিরপাড়া সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকতে পারে। এমন খবরে ব্যাটালিয়ন সদর এবং নাজিরপাড়ার দুইটি চোরাচালান প্রতিরোধী টহলদল নাফনদীর কাছে কেওড়া বাগানের পাশে অভিযান চালায়। এ সময় বিজিবি টহলদল দুই ব্যক্তিকে কাঠের নৌকা নিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। তারা বিজিবির উপস্থিতি পেয়ে নৌকা থেকে লাফিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল নৌকাটি তল্লাশি করে পাঁচ কেজি দুইশ গ্রাম আইস উদ্ধার করে।

নৌকাটিও জব্দ করা হয়েছে ও পলাতক ব্যক্তিদের শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।