ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রাকের ধাক্কায় বাইকার নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
রাজধানীতে ট্রাকের ধাক্কায় বাইকার নিহত প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে ট্রাকের চাপায় রাসেল (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন মোটরসাইকেল আরোহী।

বুধবার (২০ সেপ্টেম্বর) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত সাড়ে ৪টার দিকে রাসেলের মৃত্যু হয়।

তাদের হাসপাতাল নিয়ে যাওয়া শাহ আলী ইমন জানান, তারা মিরপুর পল্লবী বাউলিয়াবাদ লালমাটিয়া এলাকায় থাকেন। এলাকাতে তাদের মোটর মেকানিকের দোকান আছে। রাসেল নিজেও মোটর মেকানিক। রাতে তারা দুইটি মোটরসাইকেল নিয়ে পুরান ঢাকার নাজিরাবাজারে তেহেরি খেতে গিয়েছিল। সেখানে খেয়ে ফেরার পথে মোটরসাইকেল চালাচ্ছিল রাসেল এবং তার পেছনে বসে ছিলেন মানিক (১৯) ও এনামুল (২৩)। পথে জিরো পয়েন্ট মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক ব্রেক না করে তাদের মোটরসাইকেলে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে তিনজনকেই ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আহত মানিকের অবস্থা গুরুতর। তবে এনামুল আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিহত রাসেলের বাবার নাম মো. সিরাজ ও তাদের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়। বর্তমানে লালমাটিয়া এলাকায় থাকত সে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানা পুলিশ তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।