ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপপুর বিদ্যুৎ কেন্দ্র: জমি অধিগ্রহণকৃত ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
রূপপুর বিদ্যুৎ কেন্দ্র: জমি অধিগ্রহণকৃত ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আরএনপিপি অধিগ্রহণকৃত জমির ৬১ জন প্রকল্প এলাকার কৃষকরা ক্ষতিপূরণ পেয়েছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত এসব কৃষকের হাতে ক্ষতিপূরণের অনুদান বাবদ ৪ কোটি ৫৭ লাখ ৪২ হাজার ১৩০ টাকার চেক বিতরণ করা হয়।

 

চেক হস্তান্তর করেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, সহকারী কমিশনার টিএম রাহসিন কবীর, লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিস-উর-রহমান শরীফ ও পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ জামান পিন্টু।  

পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের স্বার্থে মানবিক দিক বিবেচনা করে ফসলের ক্ষতিপূরণ প্রদানের লক্ষ্যে অস্থায়ীভাবে ৭৭৫ জন চাষাবাদকারী কৃষকের মধ্যে ফসলের ক্ষতিপূরণের জন্য ২৭ কোটি ৩৪ লাখ ৮৭ হাজার ৯৯০ টাকা বরাদ্দ করেন।

ক্ষতিপূরণ বাবদ অর্থ এর আগে ৪ দফায় ৩৪২ জন কৃষককে অধিগ্রহণকৃত জমি ও ফসলের ক্ষতিপূরণ বাবদ সোনালী ব্যাংক ঈশ্বরদী শাখায় স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্টের অনুকূলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ২১ কোটি ৮ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকার চেক হস্তান্তর করা হয়।  

চেক বিতরণ শেষে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার স্টল ঘুরে দেখেন।  

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছাহক আলী মালিথাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।

এর আগে দুপুর ১২টায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রূপপুর গ্রিন সিটিতে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।