ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ক্রেতা সেজে অভিনব কায়দায় স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
ক্রেতা সেজে অভিনব কায়দায় স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট

নীলফামারী: নীলফামারীর ডিমলায় অভিনব কায়দায় ক্রেতা সেজে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।  

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাবুরহাট বাজারের নমস্কার জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

পরে থানায় লিখিত অভিযোগ করেন দোকানমালিক রন্জু দত্ত।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান।

অভিযোগে জানা গেছে, সোমবার দুপুর ১টায় এক ব্যক্তি নমস্কার জুয়েলার্সে যান। তিনি দুটি সোনার বালা, এক জোড়া কানের দুল ও তিনটি আংটি পছন্দ করে ক্রয় রসিদ করতে বলেন। এ সময় তিনি একটি স্বর্ণের চেইন দেখার জন্য হাতে নেন। পরে এটিএম বুথ থেকে টাকা এনে এসব নেওয়ার কথা বলেন। এরপর ব্যবসায়ী রঞ্জু ব্যস্ত হয়ে পড়লে এ সুযোগে ১০ আনা স্বর্ণের চেইন নিয়ে চম্পট দেন ওই ব্যক্তি। যার বাজারমূল্য ৬৩ হাজার টাকা।

ব্যবসায়ী রঞ্জু বলেন, ওই ব্যক্তি যে প্রতারক তা বুঝতে পারিনি। স্বর্ণালঙ্কারগুলো পছন্দ করে রসিদও করান তিনি। টাকা পরিশোধ করে নিয়ে যাওয়ার কথা বলেন। কিন্তু কৌশলে সোনার একটি চেইন কখন তুলে নিয়েছে আমরা তা বুঝতে পারিনি। পরে দোকানের সিসিটিভির ফুটেজ দেখে চেইন চুরির বিষয়টি ধরা পড়ে।  

ব্যবসায়ী আরও বলেন, ওই ব্যক্তি নিজেকে তাজ নামে জলঢাকা উপজেলার কালিগঞ্জ গ্রামের বাসিন্দা বলে পরিচয় দেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।