ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে দুই তক্ষকসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
রাজধানীতে দুই তক্ষকসহ আটক ১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালি এলাকা থেকে দুইটি জীবিত তক্ষকসহ নিউটন চাকমা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে যাত্রাবাড়ী এলাকার কুতুবখালী পকেট গেটের চেকপোস্টে তল্লাশিকালে দুইটি তক্ষকসহ তাকে আটক করা হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম জানান, চেকপোস্টে নিয়মিত তল্লাশি করার সময় নিউটনকে সন্দেহ হয়। পরে তার কাছ থেকে দুইটি তক্ষক জব্দ করা হয়। সেগুলো খাগড়াছড়ি থেকে এনে ফরিদপুরের এক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল তার।

দীর্ঘদিন ধরে এই চক্রটি বন্য প্রাণীর অবৈধ ব্যবসা করে আসছিল। তক্ষকগুলো বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। আটক নিউটনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
পিএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।