ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জিনাত বরকতউল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
জিনাত বরকতউল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: একুশে পদক প্রাপ্ত বাংলাদেশের স্বনামধন্য বিশিষ্ট নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার শোক বার্তায় শেখ হাসিনা বলেন, প্রখ্যাত এই শিল্পীর মৃত্যুতে সংস্কৃতির ক্ষেত্রে দেশের এক অপূরণীয় ক্ষতি হলো।

তিনি তাঁর সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

প্রধানমন্ত্রী তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০২২ সালে তাকে একুশে পদকে ভূষিত করে সরকার।  

১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘মারিয়া আমার মারিয়া’ নাটকের মাধ্যমে অভিনেত্রী হিসেবেও যাত্রা শুরু করেন জিনাত বরকতউল্লাহ। এরপর প্রায় ৮০টি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন তিনি।

ব্যক্তিগত জীবনে গুণী নাট্যকার মোহাম্মদ বরকতুল্লাহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। করোনা আক্রান্ত হয়ে ২০২০ সালের ৩ আগস্ট মারা যান মোহাম্মদ বরকতুল্লাহ। এই দম্পতির দুই মেয়ে বিজরী বরকতুল্লাহ ও কাজরী বরকতুল্লাহ। বিজরী বরকতুল্লাহও প্রতিষ্ঠিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
এমইউএম/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।