ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে দুই বাইকের সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
ঝালকাঠিতে দুই বাইকের সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত মহাসিন ফকির

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়িয়া মাদরাসার সামনের সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহাসিন ফকির (২৩) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর আরোহী।

 

শুক্রবার (২২ সেপ্টেম্বর) উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের মঠবাড়ী মাদরাসা সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।  

নিহত মোহাম্মদ মহাসিন ফকির ঝালকাঠি আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও ডহরশঙ্কর গ্রামের নাপিতের হাট এলাকার মো. মাসুদ ফকিরের ছেলে। আহত ব্যক্তি হলেন মঠবাড়িয়া গুদিকাঠা এলাকার নাসির উদ্দীন (২৬)।  

বিষয়টি নিশ্চিত করছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায়।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে, শুক্রবার দুপুরে ২টার দিকে মঠবাড়িয়া ইউনিয়নের মঠবাড়ী মাদরাসা সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাইকের দুই আরোহী গুরুতর আহত হন। পরে মহাসিনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. জেরিন সুলতানা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বরিশালে নেওয়ার পর মহসিনকে মৃত ঘোষণা করেন শের-ই বাংলা হাসপাতালের চিকিৎসক। অপর আহত ব্যক্তি বরিশাল শের-ই বাংলা হাসপাতালে ভর্তি আছেন।

ওসি পুলক চন্দ্র রায় বলেন, মহাসিন বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি।  

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।