ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গুইমারায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
গুইমারায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পানিতে ডুবে ভাই ও বোনের মৃত্যু হয়েছে। তারা হলো, অপু বিশ্বা ত্রিপুরা (৭) ও চনে রঞ্জন ত্রিপুরা (৫)।

বোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ক্যামেরুনে ঝিরিতে পড়ে তাদের মৃত্যু হয়। তারা গুইমারার ক্যামেরুন পাড়ার নজমহন ত্রিপুরার সন্তান।

পুলিশ জানায়, রোববার গুইমারার ক্যামেরুনে দুই শিশু ঝিরিতে খেলতে গিয়ে গভীর পানিতে পড়ে যায়। বিকেলে তাদের বাবা ও মা জুমের কাজ সেরে ঘরে সন্তানদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঝিরির পানিতে তাদের পড়ে থাকতে থাকেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কর বাংলানিউজকে বলেন, মৃত দুই শিশুর সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।