ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
সিলেটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

সিলেট: সিলেটে ট্রেনে কাটা পড়ে তাজ উদ্দিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে সিলেট-ফেঞ্চুগঞ্জ পারাইচক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাজ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পশ্চিম ফরিদপুর গ্রামের বাসিন্দা।  

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।  

নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন দাবি করে তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।