ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩
মাদারীপুরে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ী এলাকায় বাসের ধাক্কায় রাজ্জাক মোল্লা (৮৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রাজ্জাক ওই উপজেলার ভদ্রখোলা এলাকার মৃত কাজেম মোল্লার ছেলে।

জানা গেছে, তাঁতিবাড়ী এলাকা থেকে নিজ বাড়ি ভদ্রখোলা এলাকায় ফিরছিলেন রাজ্জাক। তিনি ব্যাটারিচালিত ইজিবাইকে উঠতে মহাসড়ক পার হওয়ার সময় বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকামুখী বিএমএফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় রাজ্জাক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ মারুফ রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। ঘাতক বাসটিকে জব্দ করলেও চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।