ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে মাছের ঘেরে মিলল যুবকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
সিলেটে মাছের ঘেরে মিলল যুবকের মরদেহ

সিলেট: সিলেটের জকিগঞ্জে মাছের ঘেরে ভাসছিল অজ্ঞাত (২৮) যুবকের মরদেহ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা রাতে জকিগঞ্জ-আটগ্রাম সড়কের রতনগঞ্জ সড়কের পাশে একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে এক পথচারী ৯৯৯ কল দিয়ে খবর দেন মাছে ঘেরে একটি মরদেহ ভেসে আছে। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের পরনে রশি দিয়ে বাঁধা প্যান্ট, গায়ে নীল রঙের শার্ট ছিল।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। যুবকের বয়স আনুমানিক ২৮ বছর হবে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, নিহত ওই যুবকের শরীরের কাপড় দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এনইউ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।