ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা চায় খেলাফত মজলিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা চায় খেলাফত মজলিস

ঢাকা: খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, সরকার ইচ্ছেমত টাকা ছাপিয়ে সরকার মুদ্রাস্ফীতি বাড়িয়েছে। অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ।

যার কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে। শ্রমজীবি-খেটে খাওয়া মানুষের জীবনে দুর্ভোগের শেষ নেই। বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার মান বার বার অবমূল্যায়িত হচ্ছে। দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের চরম ব্যর্থতা আজ শুধু দেশে নয় বিদেশিদের কাছেও ধরা পড়ে গেছে। ‘ডি গ্রেড’ ধারী আমলা-মন্ত্রীদের হাতে আজ দেশের নিয়ন্ত্রণ; যারা দেশের কল্যাণ নিয়ে এখন ভাবে না।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ১০টায় রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত শ্রমিক মজলিসের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শ্রমিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ।

তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে এই সরকারকে অবশ্যই দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করতে হবে। খেলাফত মজলিসের ৮দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৪ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করতে হবে।

শ্রমিক মজলিস সভাপতি প্রভাষক আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ও ইসলামী যুব মজলিস আহ্বায়ক ড: মোস্তাফিজুর রহমান ফয়সল, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল।

শ্রমিক মজলিস কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন খন্দকার, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, উত্তর সভাপতি মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আহমদ বেলাল, হাজী নুর হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, শ্রমিক মজলিস সহ-সভাপতি আমীর আলী হাওলাদার, মাহবুবুর রহমান চৌধুরী, সিদ্দিকুর রহমান, সামসুল ইসলাম, হাফেজ কবির আহমদ, সহ-সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, ইসমাইল আলী, খালেদ সানোয়ার, হাফেজ আল হেলাল, ইঞ্জিনিয়ার হাসিবুর রহমান, ইঞ্জিনিয়ার মতিউর রহমান, তরিকুল ইসলাম, আবদুল কাইউম, আতাউল হক প্রমুখ। সমাবেশ শেষে একটি র‍্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

বাংলাদেশ সময়: ১২৫৬ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এমকে/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।