ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে রাজমিস্ত্রি হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
রূপগঞ্জে রাজমিস্ত্রি হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার হত্যা মামলার গ্রেপ্তার ২ আসামি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজমিস্ত্রি সুমন হত্যা মামলার দুই পলাতক আসামিকে ঢাকার কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

 

এর আগে রোববার (১ অক্টোবর) ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন মাদবর বাজারের আশ্রাফাবাদ রোড এলাকা তাদের গ্রেপ্তার করা হয়।  

প্রাথমিক তদন্ত সূত্রে জানা যায় যে, গ্রেপ্তার দুই আসামি সুমন হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি। গত ১৮ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে রূপগঞ্জের বরাব রসুলপুরের মৃত কালু মিয়ার ছেলে রাজমিস্ত্রি সুমনকে (৩৫) বাড়ি থেকে ডেকে পলাশের কয়েল ফ্যাক্টরির পেছনে মন্টুর বাড়ির সামনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করলে দৌড়ে পলাশের কয়েল ফ্যাক্টরির সামনে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে সুমনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহত সুমনের মা নার্গিস বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-কিশোরগঞ্জের নিকলীর ছাতিরচরের রঙ্গু ব্যাপারীর ছেলে মো. আরমান (৩৫) ও জালাল উদ্দিনের ছেলে সেতুল (২৯)।

তাদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ