ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বাস-পিকআপভ্যান সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
ঝিনাইদহে বাস-পিকআপভ্যান সংঘর্ষ, নিহত ১ প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আমতলা এলাকায় বাসের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

বুধবার (৪ অক্টোবর) সকালে কালীগঞ্জ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত নজরুল শরীয়তপুর জেলা সদর উপজেলা কেয়ারপুর গ্রামের সিরাজুল হক খানের ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত ওই পিকআপভ্যানের চালক ছিলেন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কালীগঞ্জ থেকে ফুলঝরি সোহাগ নামে যাত্রীবাহী একটি বাস যশোর যাচ্ছিল। পথে ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যান চালক নজরুল গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী সেখান থেকে নজরুলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় বাসটি আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।