ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় সিএনজিচালক ও যাত্রী নিহত 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
রাজধানীতে বাসের ধাক্কায় সিএনজিচালক ও যাত্রী নিহত  প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ডেমরা এলাকায়  আতিক মার্কেটের পাশে মসজিদ সংলগ্ন সড়কে বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালক ও এতে থাকা একজন যাত্রী নিহত হয়েছেন।  

নিহতরা হলেন, সিএনজির চালক সাধবিন ইসলাম শাওন (৩৪) ও যাত্রী শাহ আলম ভুইয়া (৬০)

নিহত শাহ আলম কুমিল্লা বড়ুয়া উপজেলার বাসিন্দা।

ডেমরা দক্ষিণ টেংরা এলাকায় থাকতেন তিনি। অন্যদিকে সিএনজিচালক শাওন কুমিল্লা দাউদকান্দি উপজেলার বাসিন্দা। সবুজবাগ মাদারটেক এলাকায় থাকতেন তিনি।

বুধবার (৪ অক্টোবর) রাতে এই তথ্য নিশ্চিত করেন ডেমরা থানার (ওসি তদন্ত) মো. ফারুক মোল্লা।

তিনি জানান, আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডেমরা আতিক মার্কেটের পাশে মসজিদ সংলগ্ন সড়কে সিএনজি করে যাত্রী নিয়ে যাওয়ার সময় একটি বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সিএনজিচালক ও যাত্রী মারা যায়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটিকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ দুটি পুলিশ হেফাজতে আছে। তাছাড়া পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার জন্য আবেদন করেছেন।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৩
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।