ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে মাদকের গডফাদার-অস্ত্র ব্যবসায়ী বাবুল মেম্বার আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
কক্সবাজারে মাদকের গডফাদার-অস্ত্র ব্যবসায়ী বাবুল মেম্বার আটক

ঢাকা: কক্সবাজারে মাদকের গডফাদার ও অস্ত্র ব্যবসায়ী শীর্ষ সন্ত্রাসী জাফরুল ইসলাম ওরফে বাবুল মেম্বারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) ভোরে কক্সবাজারের টেকনাফের কাটাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খানা জানান, পার্শ্ববর্তী দেশ থেকে চোরাকারবারির অন্যতম মূলহোতা, কক্সবাজারে মাদকের গডফাদার ও অস্ত্র ব্যবসায়ী জাফরুল ইসলাম ওরফে বাবুল মেম্বারকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৩
পিএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।