ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ইস্ট ওয়েস্ট মিডিয়া পরিদর্শন করলেন চীনা রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
ইস্ট ওয়েস্ট মিডিয়া পরিদর্শন করলেন চীনা রাষ্ট্রদূত ছবি: ডিএইচ বাদল

ঢাকা: দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড (ইডব্লিউএমজিএল) পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (৮ অক্টোবর) তিনি ইডব্লিউএমজিএলের বিভিন্ন হাউস পরিদর্শন করেন।

 

হাউস পরিদর্শনে এলে চীনা রাষ্ট্রদূতকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।  

এরপর ইডব্লিউএমজিএলের সম্মেলন কক্ষে বসুন্ধরা মিডিয়ার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।  

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক জুয়েল মাজহার, কালের কণ্ঠের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস, নিউজটোয়েন্টিফোরের নির্বাহী সম্পাদক রাহুল রাহাসহ ইডব্লিউএমজিএল গ্রুপের অন্য কর্মকর্তারা।  এ সময় বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সম্মেলন কক্ষে মতবিনিময়কালে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্কের ভিত্তি গড়েছিলেন। তখন থেকেই দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্কের সূচনা হয়েছে। বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে চীন বাংলাদেশের পাশে থাকবে।

মতবিনিময় শেষে ইস্ট ওয়েস্ট মিডিয়ার বিভিন্ন হাউস ঘুরে দেখেন ইয়াও ওয়েন। বাংলাদেশের বৃহত্তম মিডিয়া হাউস পরিদর্শনকালে তিনি সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৩
টিআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।