ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পায়রা-কুয়াকাটায় উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
পায়রা-কুয়াকাটায় উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

ঢাকা: পায়রা ও কুয়াকাটায় পরিকল্পিত নগর গঠনে ‘পায়রা-কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ, ২০২৩ আইনের’ খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, পায়রা এবং কুয়াকাটা নিয়ে প্রধানমন্ত্রীর একটি স্বপ্ন আছে। এটাকে ভিত্তি করে যাতে একটি পরিকল্পিত শহর গড়ে ওঠে এবং যেখানে আধুনিক সুযোগ-সুবিধা থাকবে, যার মাধ্যমে পর্যটন আকর্ষণ স্পট হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সেখানে সরকারের তরফ থেকে ব্যাপক উন্নয়ন কার্যক্রম আছে। পায়রা বন্দরে আমাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে এবং সরকারের অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড আছে। একটি পরিকল্পিত নগর ব্যবস্থা গড়ে তোলার জন্য এ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।

উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান হবেন একজন চেয়ারম্যান এবং একটি বোর্ড তাদেরকে পরিচালিত করবেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
এমআইএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।