ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

শান্তিগঞ্জে বাসের ধাক্কায় স্কুলছাত্রীসহ নিহত ২ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
শান্তিগঞ্জে বাসের ধাক্কায় স্কুলছাত্রীসহ নিহত ২ 

সিলেট: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।



বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টায় দিকে উপজেলার দিরাই-মদনপুর সড়কের পাথারিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিরাই উপজেলার শরীফপুর গ্রামের শায়খুল ইসলাম সজীবের মেয়ে সুরমা স্কুলের ছাত্রী তাওহিয়া বেগম (১২) ও শান্তিগঞ্জের পাগলা হুসেনপুর গ্রামের এমরান মিয়া (৫৫)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে দিরাইগামী যাত্রীবাহী একটি বাস সুনামগঞ্জ শহরে যাচ্ছিল। পথে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা স্কুলছাত্রীসহ দুই যাত্রীর মৃত্যু হয়। এছাড়া চালকসহ আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে। দুর্ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।