ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি-লিফলেট বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি-লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা ও বেসরকারি সংস্থা এইড বাংলাদেশের উদ্যোগে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে আড়াইহাজার উপজেলা সদরে এ র‌্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী।

আরও উপস্থিত ছিলেন এইড বাংলাদেশের চেয়ারম্যান মো. আনিসুজ্জামান, নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, পৌর নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, হাতেম আলী ও সাইদুল ইসলাম সোহেল।

প্রধান অতিথি পৌর মেয়র সুন্দর আলী বলেন, ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা পৌরবাসীকে ডেঙ্গু থেকে বাচাঁতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। তারই অংশ হিসেবে সচেতনতামূলক র‌্যালি ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।