ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় আহত পথশিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় আহত পথশিশুর মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর খিলক্ষেত লা মেরিডিয়ান হোটেলের সামনের সড়ক দুর্ঘটনায় আহত পথশিশু প্রিয়ার (৮) মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুর রহমান বাদল জানান, বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে লা মেরিডিয়ান হোটেল সংলগ্ন সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল ওই পথশিশু। হঠাৎ সড়কের মাঝখান দিয়ে দৌড় দেয় সে। এ সময় একটি বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে মাঝরাতে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, মৃত পথশিশুর সঙ্গে থাকা অন্য শিশুদের মাধ্যমে জানা গেছে, তারা ওই এলাকায় বিভিন্ন সড়কে ঘোরাফেরা করে। প্রিয়া নামে ওই শিশুটির বাবা-মায়ের নাম-ঠিকানা জানা যায়নি। দুর্ঘটনার পর বাসটি রেখে পালিয়ে যান চালক। পরে বাসটি জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।