ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডেঙ্গুর কাছে হেরে গেলেন প্রবীণ সাংবাদিক আব্দুল মজিদ মিয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
ডেঙ্গুর কাছে হেরে গেলেন প্রবীণ সাংবাদিক আব্দুল মজিদ মিয়া

ফরিদপুর: ডেঙ্গুর কাছে হেরে গিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ফরিদপুরের সদরপুরের প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মিয়া (৭০)।  

মজিদ মিয়া সদরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সদরপুর উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন।

একই সঙ্গে ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সদরপুর উপজেলা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন।  

বুধবার (১৮ অক্টোবর) সকালে মজিদ মিয়ার বড় ছেলে মো. মিজানুর রহমান তার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

তিনি জানান, মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ১টার দিকে তার বাবার মৃত্যু হয়। এর আগে বেশ কয়েকদিন ধরে ডেঙ্গু আক্রান্ত হয়ে নিজ বাড়ি উপজেলার রামচন্দ্রপুর গ্রামে অবস্থান করে তিনি চিকিৎসা নিচ্ছিলেন।

মৃত্যুকালে সে তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর তার জানাজা নামাজ শেষে নিজ গ্রাম রামচন্দ্রপুরে সমাহিত করা হবে তাকে।  

এ গুণী ও প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে ফরিদপুর প্রেসক্লাব, সদরপুর প্রেসক্লাব ও সালথা প্রেসক্লাব সহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।