ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শেখ রাসেলের প্রতিকৃতিতে আইজিপির শ্রদ্ধা নিবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
শেখ রাসেলের প্রতিকৃতিতে আইজিপির শ্রদ্ধা নিবেদন

ঢাকা: আজ ১৮ অক্টোবর, শেখ রাসেল দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে একে একে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও এসবির অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, স্পেশাল ব্রাঞ্চের পক্ষে অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, র্যাব মহাপরিচালকের পক্ষে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্ণেল মাহবুবুর রহমান, অ্যান্টি টেররিজম ইউনিটের পক্ষে অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন, পুলিশ স্টাফ কলেজের পক্ষে অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলাম, পিবিআই'র পক্ষে অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার, হাইওয়ে পুলিশের পক্ষে অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খাঁন, টিঅ্যান্ডআইএম'র পক্ষে অতিরিক্ত আইজিপি ওয়াই এম বেলালুর রহমান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষে অতিরিক্ত আইজিপি মো. মাহাবুবর রহমান, সিআইডির পক্ষে অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া, ট্যুরিস্ট পুলিশের পক্ষে ডিআইজি আবু কালাম সিদ্দিক, এপিবিএন'র পক্ষে ডিআইজি গোলাম কিবরিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, টিডিএস'র পক্ষে ডিআইজি মো. ময়নুল ইসলাম, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পুষ্পস্তবক অর্পণ করে শেখ রাসেলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পরে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের অন্যান্য সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

১০ বছরের শিশু শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য সদস্যসহ নির্মমভাবে নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
পিএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।