ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, আলেম ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

শনিবার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার নাপ্তের আলগী বাজারে এ কর্মসূচি পালিত হয়।

বৃহত্তর ময়মনসিংহের আলেম উলামাদের অরাজনৈতিক সংগঠন ইত্তেফাকুল উলামা ৯নং ভাংনামারি ইউনিয়ন শাখা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।  

এতে আল ইত্তেফাকসহ স্থানীয় মাদরাসাগুলোর শিক্ষক-শিক্ষার্থী, আলেম উলামা ও ধর্মপ্রাণ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।  

এ সময় সংগঠনের ইউনিয়ন শাখার সভাপতি করেন মাওলানা শহীদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা উপজেলা শাখার সভাপতি মুফতি নাজিম উদ্দিন, মাওলানা মাহমুদুল হাসান, যুবাইর আহমাদ, মোস্তফা কামাল, মুফতি মোবারক হোসাইন, মাওলানা হারুন অর রশিদ, মামুনুর রশিদ, মাকসুদুল করিম ও আমিনুল ইসলাম।  

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের ওপর ঈসরায়েলের দখলদার বাহিনীর নির্যাতন ও হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। সে সঙ্গে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।  

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।