ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সবুজবাগে আমগাছে মিলল নারীর ঝুলন্ত মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
সবুজবাগে আমগাছে মিলল নারীর ঝুলন্ত মরদেহ ফাইল ফটো

ঢাকা: রাজধানীর সবুজবাগে পূর্ব মাদারটেক এলাকায় আমগাছের সঙ্গে ফাঁস দেওয়া এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে সবুজবাগ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মরদেহের সুরতহাল প্রস্তুতকারী সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিনা আউয়াল জানান, খবর পেয়ে সকালে পূর্ব মাদারটেক সিঙ্গাপুর গলির একটি বাউন্ডারির ভেতরে আমগাছের সঙ্গে ওড়না প্যাঁচানো ফাঁস দেওয়া ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ওই নারীর মরদেহ দেখে স্থানীয় কেউই তার পরিচয় শনাক্ত করতে পারেনি। তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় এবং তিনি অন্তঃসত্ত্বা ছিলেন কিনা ময়নাতদন্তের মাধ্যমে তা জানার জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।