ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গৌরীপুরে জামাল হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
গৌরীপুরে জামাল হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার 

ময়মনসিংহ: জেলার গৌরীপুরে জামাল হত্যার ঘটনায় জড়িত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  

রোববার (২২ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

আসামিরা হলেন- মো. শরীফ হোসেন (৪০) ও তার ছেলে মো. সজীব মিয়া (২১)।

এর আগে গত ২০ অক্টোবর রাতে গৌরীপুর পৌর শহরের পূর্বদাপুনিয়া এলাকায় জামালকে মোবাইল ফোনে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন আসামিরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামাল।

এ ঘটনায় আজ ২২ অক্টোবর নিহতের বড় ভাই মো. রিপন মিয়া বাদী হয়ে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় তিনজনকে আসামি করা হয়। এর মধ্যে আসামি শামছুন্নাহার বেগম (৩৫) এখনো পলাতক রয়েছেন।  

ওই মামলার এজাহারে বাদী দাবি করেন, আসামি শরীফ হোসেনের কাছে ৪০ হাজার টাকা পাওনা ছিল নিহত জামাল মিয়ার। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এ ঘটনার জেরে আসামিরা পরিকল্পিতভাবে তার ভাই জামালকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।