ঢাকা: রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিক্রি ও সেবনের অভিযোগে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (২২ অক্টোবর) সকাল ৬টা থেকে সোমবার (২৩ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, অভিযুক্তদের কাছ থেকে ৯৭০টি ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি ৯৩০ গ্রাম গাঁজা, ৬৪ গ্রাম ৩০০ পুরিয়া হেরোইন, ৩৫ বোতল ফেনসিডিল ও ১০ লিটার দেশি মদ জব্দ করা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
এমএমআই/এফআর