ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাকরাইলে পুলিশ-বিএনপি সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
কাকরাইলে পুলিশ-বিএনপি সংঘর্ষ

ঢাকা: বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর কাকরাইল মোড়।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে সংঘর্ষের ঘটনায় কাকরাইলে হেয়ার রোডে পুলিশ বক্সেও আগুন দেওয়া হয়েছে।

 

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছেন। কাকাইলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।  

সরকার পতনের ‘এক দফা’ দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করছে বিএনপি।  

বিএনপি নেতাকর্মীরা পুলিশকে টার্গেট করে ইটপাটকেল নিক্ষেপ করছে। এদিকে পুলিশ টিয়ারশেল ছু্ঁড়তে ছুঁড়তে রাজমনি মোড়ের দিকে এগুচ্ছে।

 নয়াপল্টন ও কাকরাইল ঘুরে দেখা যায়, ফকিরাপুল মোড়, নাইটিঙ্গেল মোড়, কাকরাইল মোড়সহ প্রায় প্রতিটি মোড়ে পুলিশের বিভিন্ন সংস্থার কয়েকশ’ সদস্য দায়িত্ব পালন করছেন। ফকিরাপুল মোড়ে একটি জলকামান ও একটি সাঁজোয়া যানও (রায়ট কার) রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩ 
পিএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।