ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ড্রেনের পাশে পড়েছিল পল্লী চিকিৎসকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
ড্রেনের পাশে পড়েছিল পল্লী চিকিৎসকের মরদেহ

রাজশাহী: রাজশাহীতে ড্রেনের পাশ থেকে এরশাদ আলী দুলাল (৪৮) এক পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিটি হাট এলাকার একটি ড্রেনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত এরশাদ আলী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকার বাসিন্দা এবং পল্লী চিকিৎসক।

রাজশাহীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রোববার রাতে সিটি হাট এলাকায় একটি ড্রেনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এক যুবক ওই সড়ক দিয়ে যাওয়ার সময় মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহের জন্য সিআইডিকে খবর দেয়। তারা গিয়ে হত্যার আলামত সংগ্রহ করেছেন।  

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। তবে পুরো বিষয়টি স্পষ্ট নয় তাই এখনই কিছু বলা যাচ্ছে না। সোমবার (৩০ অক্টোবর) সকালে নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্ত করা হবে। তারা বর্তমানে ঘটনাটি তদন্ত করে দেখছেন। এই ঘটনায় থানায় মামলা হবে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
এসএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।