ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ইজিবাইকের ধাক্কায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
নাটোরে ইজিবাইকের ধাক্কায় যুবক নিহত প্রতীকী ছবি

নাটোর: নাটোরে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মো. আইয়ুব আলী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে জেলা শহরের বাইপাসের কান্দিভিটুয়া বটতলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আইয়ুব ওই শহরের কান্দিভিটুয়ার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জিল্লুর রহমানের ছেলে।

নিহতের ভাই মিজানুর রহমান মিনহাজ বাংলানিউজকে জানান, তার ছোট ভাই আইয়ুব মানসিকভাবে অসুস্থ ছিলেন। গতকাল সোমবার সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়ে যান আইয়ুব। পরে রাত ৮টার দিকে জেলা শহরের বাইপাসের কান্দিভিটুয়া বটতলায় গেলে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে মারাত্মক আহত হন আইয়ুব। তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।