ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তুচ্ছ ঘটনায় ভাইয়ের মারধরে বোনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
তুচ্ছ ঘটনায় ভাইয়ের মারধরে বোনের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তুচ্ছ ঘটনায় ভাইয়ের মারধরে বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে ঢাকা-মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সকাল ৯টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কাঠের একটি পিঁড়িকে কেন্দ্র করে নাসিমা আক্তারের সঙ্গে তার জা নার্গিসের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাসিমার ভাই রবীউল্লাহ ভাবী নার্গিসের পক্ষ নিয়ে এলোপাতারিভাবে পিটিয়ে নাসিমাসহ চারজনকে গুরুতর আহত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে নাসিমা মারা যান।
 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বাংলানিউজকে জানান, সংঘর্ষের পর একটি হত্যা চেষ্টার মামলা হয়েছিল। সেটি এখন হত্যা মামলা হিসেবে রুজু করা হবে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।