ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় সড়ক দুর্ঘটনা ইজিবাইকের যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
মাগুরায় সড়ক দুর্ঘটনা ইজিবাইকের যাত্রী নিহত

মাগুরা: মাগুরা সদর উপজেলার কাটাখালী এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় হাবিবুর রহমান (৭০) নামে ব্যাটারিচালিত ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে মাগুরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, একটি ইজিবাইকে করে মাগুরা শহর থেকে জেলা সদর উপজেলার ধনপাড়া গ্রামে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন হাবিবুর রহমান। পথে ঘটনাস্থলে ইজিবাইকটিকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই যাত্রী হাবিবুর নিহত হন। এ সময় ইজিবাইকে থাকা আরও তিন যাত্রী আহত হন। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ঢাকা-খুলনা মহাসড়কের দু’পাশের দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, ইজিবাইকটিকে ধাক্কা দেওয়া মাইক্রোবাসটি জব্ধ করা হয়েছে। এছাড়া আহত যাত্রীদের চিকিৎসাসহ নিহত ব্যক্তির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।