ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় বাসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
খুলনায় বাসে আগুন

খুলনা: বিএনপিসহ আরও কয়েকটি দলের ডাকা অবরোধের প্রথম দিনে খুলনার রূপসা উপজেলায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের তালিমপুর ভূমি অফিস সংলগ্ন মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মো. জাহাঙ্গীর আলমের মালিকানাধীন খুলনা-মোংলা লোকাল রুটের খুলনা-ব-৯১৭ নম্বরের মায়ের আচল নামে যাত্রীবাহী বাসটি ৫ নভেম্বর দুপুরে উপকারভোগীদের নিয়ে উপজেলার বঙ্গবন্ধু কলেজ মাঠে এক অনুষ্ঠানে যায়।  

সেখান থেকে সন্ধ্যায় ফেরার পর চালক অমিত কুমার দাস বাসটি তালিমপুরের নৈহাটী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মসজিদের সামনে রেখে বাড়িতে যান। এমতাবস্থায় কিছুসংখ্যক ব্যক্তি ভ্যানে এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। রূপসা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একদল দুর্বৃত্ত মায়ের আঁচল (খুলনা-ব-৯১৭) বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ৫,  ২০২৩
এমআরএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।