ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাড়িতে আক্রমণ করলে পিটিয়ে ঠান্ডা করে দেন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
গাড়িতে আক্রমণ করলে পিটিয়ে ঠান্ডা করে দেন: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ঢাকা: প‌রিবহন শ্রমিক‌দের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আপনাদের আক্রমণ করলে ছেড়ে দেবেন কেন? আপনাদের কাছে গজারি লাঠি আছে, পিটিয়ে ঠান্ডা করে দেন।

রোববার (৫ নভেম্বর) রাতে রাজধানীর মহাখালীতে বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে 'সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমাবেশে' প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ব‌লেন, পরিবহন শ্রমিককদের কা‌ছে আমার একটাই অনু‌রোধ থাক‌বে আপনার বাসায় কেউ চু‌রি কর‌তে গে‌লে আপনারা জোর ক‌রে তা‌কে ধরার চেষ্টা ক‌রেন। নি‌জে‌কে বাঁচা‌নোর অধিকার আপনা‌দের র‌য়ে‌ছে, এটা আই‌নেও স্বীকৃত।

আপনা‌দের কেউ আক্রমণ কর‌লে আপনারা ছে‌ড়ে দেবেন কে‌ন? আপনা‌দের কা‌ছে গজা‌রি লা‌ঠি আ‌ছে পি‌টি‌য়ে ঠান্ডা ক‌রে দেন। আপনার রু‌টি রু‌জির জায়গাটা আপনার সাম‌নে পু‌ড়িয়ে দে‌বে আর আপ‌নি ব‌সে থাক‌বেন? এটা হ‌তে পা‌রে না। আমা‌দের নিরাপত্তা বা‌হিনী তো আছেই, আপনারাও ঘু‌রে দাঁড়ান।

গাড়ি বন্ধ করা কোনো স‌ঠিক জবাব না। গাড়ি জ্বালানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী ঘোষণা দি‌য়ে‌ছেন ক্ষ‌তিগ্রস্তদের সাহায‌্য করা হ‌বে।

তি‌নি আরও ব‌লেন, এই দেশে সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচন হবে। কোনো হুমকি-ধামকি কাজে আসবে না। যতই হুংকার দেন কাজ হ‌বে না। কারণ এই দে‌শের মানুষ আপনা‌দের খু‌ব ভা‌লো ক‌রে চে‌নে। আপনারা ব‌লেন টেক ব‌্যাক বাংলা‌দেশ অর্থাৎ তারা আবার পেছ‌নে নি‌য়ে যে‌তে চায় দেশ। আমরা আলোকিত বাংলা‌দেশ হ‌য়ে গে‌ছি, আমা‌দের বাংলা‌দে‌শের আজ জয়জয়কার। দুর্বার গ‌তি‌তে আমরা যখন এগিয়ে চল‌ছি আমে‌রিকান প্রেসি‌ডেন্ট বারাক ওবামা সাউথ আ‌ফ্রিকা গি‌য়ে বল‌ছেন-তোমরা য‌দি উন্নয়ন দেখ‌তে চাও দেশ এগিয়ে যাওয়ার ম‌ডেল দেখ‌তে চাও তাহ‌লে বাংলা‌দে‌শের শেখ হা‌সিনা সরকার‌কে ফ‌লো ক‌রো।  

অনুষ্ঠানে বি‌শেষ অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত‌ ছি‌লেন আওয়ামী লীগের সভাপ‌তি মণ্ডলীর সদস‌্য শাজাহান খান, বাস মালিক সমিতির চেয়ারম্যান মশিউর রহমান রাঙ্গা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৩
পিএম/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।