ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অবরোধ: ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়ক ফাঁকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
অবরোধ: ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়ক ফাঁকা অবরোধে ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নারায়ণগঞ্জ: বিএনপির ডাকা দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টার অবরোধের শেষদিনে নারায়ণগঞ্জের ঢাকা-সিলেট, ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা রয়েছে।  

কিছু গণপরিবহন চলাচল করলেও তা সংখ্যায় কম।

পাশাপাশি যাত্রীও নেই তেমন একটা।

সোমবার (৬ নভেম্বর) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন চিত্র দেখা গেছে।  

এদিকে সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মহাসড়কে রয়েছে বিজিবির টহলও।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে সড়কে যান চলাচল কম রয়েছে। এর মাঝে কিছু গণপরিবহন চলাচল করলেও যাত্রী ছিল না তেমন।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলের ট্র্যাফিক পুলিশের পরিদর্শক (টিআই) শরফুদ্দিন জানান, মহাসড়ক ফাঁকা রয়েছে, যানবাহনের চাপ নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন বাড়ছে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
এমআরপি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।