ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় হাফিজুল রহমান ও রফিকুল ইসলাম নামে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় মো. আওয়াল নামে আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় পীরগঞ্জের গনিরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহত তিনজনেই রাণীশংকৈল উপজেলার পদমপুর উমরাডাঙ্গী এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ বাংলানিউজকে জানান, পীরগঞ্জে নির্মাণ কাজের ঢালাই শেষে পাওয়ার ট্রিলারে করে বাড়ি যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় রাণীশংকৈল-পীরগঞ্জ সড়কের গনিরহাট নামক এলাকায় অপরদিক থেকে আসা খড় বোঝাই একটি ট্রাক পাওয়ার ট্রিলারটিকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এছাড়াও গুরুতর আহত অবস্থায় আরও একজনকে ভর্তি করা হয়।

ওসি আরও বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।