ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
সিদ্ধিরগঞ্জে বাসে আগুন

নারায়ণগঞ্জ:  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি নাফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১২ নভেম্বর) সাড়ে ৬টায় ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, আজ দুপুর থেকে আদমজী-চাষাঢ়া সড়কের আরকে গ্রুপ সংলগ্ন সড়কের পাশে বাসটি দাঁড়ানো অবস্থায় ছিল। হঠাৎ মানুষজন বাসটিতে আগুন জ্বলতে দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করে। পরে তারা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, আমরা ৬টা ৪৭ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। আমাদের আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে। কে বা কারা আগুন দিয়েছে বা কীভাবে আগুন লেগেছে এখন বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।