ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নরসুন্দা নদী দখল করে বাগানবাড়ি, প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
নরসুন্দা নদী দখল করে বাগানবাড়ি, প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জে নরসুন্দা নদীর গতিপথ দখল করে বাগানবাড়ি তৈরির অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যক্তি দেশের এক বিখ্যাত জর্দা কোম্পানির মালিক মঞ্জু মিয়া।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার কায়কুরদিয়ায় নদী দখল করে বাগানবাড়ি নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়েছে।   

মানববন্ধনে অংশ নেয় পরিবেশবাদী সংগঠন পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) লোকজনসহ স্থানীয় এলাকাবাসী।

এ সময় উপস্থিত ছিলেন- পরিবেশ রক্ষা মঞ্চের (পরম) সভাপতি অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, বাপার সদস্য কবিরুল ইসলাম গোলাপ, বাপার করিমগঞ্জ উপজেলার সমন্বায়ক তানভীর হাসানসহ আরও অনেকে।  

মানববন্ধনে বক্তারা বলেন, ইজমা শুভা জর্দা কোম্পানির মালিক মঞ্জু মিয়া নরসুন্দা নদী দখল ও ভরাট করে বাগানবাড়ি নির্মাণ করেছেন। এতে করে নরসুন্দা নদীর গতিপথ বন্ধ হয়েছে পড়েছে। এছাড়াও দুটি খাল ভরাট করে পানি প্রবাহ সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে।

প্রভাবশালী মঞ্জু মিয়াসহ দখলদারদের কবল থেকে নরসুন্দা নদী এবং খালের জায়গা উদ্ধার করে পানি প্রবাহ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান বক্তারা।  

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।