ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

খেজুর গাছে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
খেজুর গাছে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

পটুয়াখালী: জেলার দুমকিতে খেজুরের রস সংগ্রহের জন্য গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুস প্যাদা (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস প্যাদা দুমকির শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিকান্দার প্যাদার ছেলে।

স্থানীয়রা জানান, বিদ্যুৎ লাইনের পাশে খেজুর গাছে রস সংগ্রহের জন্য গাছে ওঠে ইউনুস প্যাদা। এ সময় গাছের একটি ডাল বিদ্যুৎ লাইনের ওপর পড়লে সঙ্গে সঙ্গে সাথে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।