মৌলভীবাজার: জেলার শ্রীমঙ্গলে দেশিয় পদ্ধতিতে তৈরি ৫১০ লিটার চোলাইমদ জব্দ করার পাশাপাশি পরোয়ানাভুক্ত আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ নভেম্বর) রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের দিক নির্দেশনায় পৃথক অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন দেবদাস কালিন্দীর ছেলে মিলন কালেন্দী (২৬), গগন নায়েকের ছেলে রঘু নায়েক (৫০) ও রাধেশাম রবিদাসের ছেলে পেটলা রবিদাস (৪৫)। তাদের হেফাজত থেকে ৫১০ লিটার চোলাইমদ জব্দ করে পুলিশ সদস্যরা। তারা শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগান এলাকার বাসিন্দা।
গ্রেপ্তার অন্য আসামিরা হলেন জিআর-৪৯/২৩ এর পরোয়ানাভুক্ত বিষ্ণু প্রধান, সিআর-৩৯৬/২৩ মামলার জুয়েল আহমদ ও শ্রীমঙ্গল থানার মামলা নম্বর- ১৯(১১)২০২৩ এজাহারনামীয় আসামি তৌহিদুর রহমান মোস্তাকিন।
রোববার (১৯ নভেম্বর) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, মদসহ গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া সকালে গ্রেপ্তার ছয় আসামিকে জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০২১১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
বিবিবি/এসআইএ