ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবরোধের প্রভাব নেই মিরপুরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
অবরোধের প্রভাব নেই মিরপুরে ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপি ও বেশ কয়েকটি দলের একদফা দাবিতে ষষ্ঠ দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথমদিনে মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও আশপাশের সড়কে অবরোধের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। তবে কর্মব্যস্ত দিনের নিয়মিত যানজটের দেখা মেলেনি।

বুধবার (২২ নভেম্বর) সকালে মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ১০ নম্বর, মিরপুর ১১, পল্লবী এলাকা ঘুরে সড়কের এ চিত্র দেখা যায়।  

সরেজমিনে দেখা যায়, এসব এলাকার সড়কে সকাল থেকেই যানবাহনের সংখ্যা বেশি। মিরপুর থেকে নিয়মিত চলাচল করা সকল রুটের বাস চলাচল করছে।  

পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা এবং রিকশা চলাচলও ছিল যথেষ্ট উল্লেখযোগ্য। এছাড়াও যানবাহনের সংখ্যা বেশি হওয়ার কারণে কোনো কোনো সিগন্যালে স্বল্প সময়ের যানজটে থাকতেও দেখা যায়।  

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ হামলা ও সংঘর্ষের ঘটনায় দলটি পরদিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে।

এরপর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়।

এরপর দলটি গত ২০ নভেম্বর ফের দুইদিন ২২ ও ২৩ নভেম্বর অবরোধের ঘোষণা দেন। এনিয়ে বিএনপি জামায়াত প্রায় ছয় দফা অবরোধের পালন করেন।  

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
আরকেআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।