ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
হবিগঞ্জে বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ
 

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেট বিভাগের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
 
চট্টগ্রাম থেকে তেল নিয়ে ছেড়ে আসা সিলেগামী ট্রেন বুধবার (২২ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে বাহুবল উপজেলার রাতারগাঁও এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।


 
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির জানান, সিলেটের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি রাতেরগাঁও এলাকায় পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়।
 
ফলে সিলেট বিভাগের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত ১০টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি।
 
তিনি আরও জানান, এ দুর্ঘটনার পর সিলেট থেকে ঢাকাগামী উপবন এবং সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন ট্রেন রাস্তায় আটকা পড়েছে।
 
বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।