ঢাকা, বুধবার, ১৭ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে কিশোরীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৩
আড়াইহাজারে কিশোরীর আত্মহত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে আফসানা আক্তার ( ১৫) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (১ ডিসেম্বর) দিনগত রাতের কোনো একসময় উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আফসানা ওই এলাকায় আলতা মিয়ার মেয়ে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, নিহত আফসানা গত রাতের কোনো এক সময় বসত ঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। তার মা এবং আশেপাশের লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে তার মরদেহ দেখতে পায়। পরে খবর দিলে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

তিনি আরও জানান, প্রেম ঘটিত ব্যাপার অথবা পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। এই ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৩
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।