ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যানের মনোনয়ন বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৩
পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যানের মনোনয়ন বাতিল

টাঙ্গাইল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাই কার্যক্রমের শুরুতেই সদ্য পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যানেরটি বাতিল বলে ঘোষণা করেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।

শনিবার (০২ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চারটি আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়।

আসনগুলো হলো, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়) টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী)।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কায়ছারুল ইসলাম এবং সহকারী রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাছাই করেন। এ সময় টাঙ্গাইল-২ আসনের ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডুর মনোনয়নপত্র বাতিল করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কায়ছারুল ইসলাম বলেন, দৈবচয়ন পদ্ধতিতে ১০ জন ভোটারের মধ্য একজন ভোটারকে না পাওয়ার কারণে তদন্ত কমিটির রিপোর্টে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু জানান, এ বিষয়ে তিনি আপিল করবেন।

মনোনয়নপত্র বাছাইকালে প্রার্থী, প্রার্থীর প্রস্তাবকারী, সমর্থনকারী এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন। এছাড়া আগামীকাল রোববার (০৩ ডিসেম্বর) চারটি আসনের মনোনয়নপত্র বাছাই করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৩
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।