গাজীপুর: গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন মাওলানা আমির হামজা।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান জানান, গতকাল বুধবার বিকেলে আমির হামজার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করে বৃহস্পতিবার দুপুরে কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২১ সাল থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন।
উল্লেখ্য, ২০২১ সালের ২৪ মে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
আরএস/এসএএইচ