ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে বাসের ধাক্কায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
ঝালকাঠিতে বাসের ধাক্কায় নিহত ৩

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় বাসের ধাক্কায় তিন চাকার গাড়িতে (মাহিন্দ্রা) থাকা তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার জিরোপয়েন্ট এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরিশাল সদরের চরবাড়িয়া এলাকার জসিম হাওলাদার (৪৫), নলছিটি উপজেলার কাবদেবপুর গ্রামের আজিজ খানের ছেলে রাজিব খান (৪০) ও একই উপজেলার সুবিদপুর ইউনিয়নের নলবুনিয়া গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী সুরভী আক্তার (৩৫)।
 
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।  

পুলিশ জানায়, বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা বেপারি পরিবহন নামে একটি বাস বাকেরগঞ্জ থেকে আসা তিন চাকার গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জসিম ও রাজিব নিহত হন। এসময় আহত হন সুরভীসহ বেশ তিনজন। এ অবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সুরভীর মৃত্যু হয়।  

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। গাড়ি দুটি ও তিনজনের মরদেহ আমাদের হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।