ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জের নতুন এসপি আক্তার হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
হবিগঞ্জের নতুন এসপি আক্তার হোসেন আক্তার হোসেন

হবিগঞ্জ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার আক্তার হোসেনকে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ করা হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশের পর এসপিসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা নিয়োগের প্রস্তাব সোমবার (১১ ডিসেম্বর) অনুমোদন দেওয়া হয়।

আর এ প্রস্তাবটি দেয় ইসি।  

হবিগঞ্জ জেলা পুলিশের একটি সূত্র মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে। তবে নতুন এসপি কবে হবিগঞ্জে যোগ দেবেন তা জানা যায়নি।

এদিকে, হবিগঞ্জের সাবেক এসপি এসএম মুরাদ আলীকে ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয় বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।